রহমত নিউজ 02 January, 2024 08:56 PM
বিএনপির নেতাকর্মীদের ভোট বর্জনের লিফলেট সবার ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার হাতে হাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন। এটা শুধু শহরে বা নগরে দিলেই হবে না, এটা থানা, ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে নিয়ে যেতে হবে। জনগণের ভাষা এই লিফলেটের মধ্যে লিপিবদ্ধ হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের নিপীড়ন-নির্যাতনের কারণে জনগণ বিএনপির লিফলেট পড়তেও ভয় পায়। সরকারের ভয়ে জনগণ কথা বলতে পারে না, ফিসফিস করে চোখের ইশারায় কথা বলে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে, মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। যারাই সত্য কথা বলবে তাদের নামে মামলা ও নির্যাতন করা হচ্ছে। তাদের এসব কর্মকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গেছে।
রিজভী দাবি করে বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ১০৫ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এসময়ে মামলা হয়েছে ৪টি, এসব মামলায় আসামি ৩২৫ জনের বেশি। এ ছাড়া বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন ২০ জন।